নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
মোঃ রাসেল আহমেদ
জেলা প্রতিনিধি, নেত্রকোণা
অদ্য ২৪ নভেম্বর ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার উদ্যোগে কেন্দুয়া থানাধীন বাদের আঠারোবাড়ি গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সোহেল মিয়ার পরিত্যক্ত মুরগির খামারের সামনে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
১. মোঃ আরিফ হায়দার পাবেল (৩৯)
পিতা: মোঃ ইদ্দিছ মিয়া
ঠিকানা: বাদে আঠারোবাড়ি, থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোণা
২. মোঃ সাজ্জাদ তালুকদার (৪৭)
পিতা: মৃত কাছিম উদ্দিন তালুকদার
ঠিকানা: কেন্দুয়া বাজার, থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোণা
৩. মোঃ তুষার (২৩)
পিতা: মৃত শেকান্দর আলী
ঠিকানা: টেংগুড়ী, থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোণা
৪. মোঃ রুমন মিয়া (৩০)
পিতা: মোঃ হোসেন আলী
ঠিকানা: বাশড়ি, থানা: মদন, জেলা: নেত্রকোণা
৫. মোঃ আব্দুল হেলিম (৪২)
পিতা: মৃত আব্দুল খালুক
ঠিকানা: গন্ডা, থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোণা
৬. শ্রী সোহেল দাস (৩২)
পিতা: শ্রী রামলাল দাস
ঠিকানা: চিরাং বাজার, থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোণা
অভিযানস্থলে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কেন্দুয়া জনাব মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ব্যক্তিদের দোষী সাব্যস্ত করেন। তাদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে কারাদণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
