মদনে বিশেষ অভিযানে ৬০০ ইয়াবা–১৫ বোতল বিদেশি মদসহ স্বামী–স্ত্রীসহ তিন কারবারি আটক।
মোঃ রাসেল আহমেদ,
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন থানার পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করেছে। এ সময় স্বামী–স্ত্রীসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সম্প্রতি এলাকায় মাদক ব্যবসার বিস্তার বিষয়ে পুলিশের কাছে তথ্য পৌঁছালে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে থানা পুলিশ।
অভিযান পরিচালনার প্রেক্ষাপট
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চানগাঁও ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে সন্দেহজনক লোকজনের যাতায়াত বৃদ্ধি পায়। রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের উপস্থিতি এবং মাদক কেনাবেচার তথ্য পুলিশের নজরে এলে মদন থানার একটি টিম গোপনে পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় পুলিশ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিস্তারিত বিবরণ
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদ পেয়ে চানগাঁও ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রবিউল ইসলাম ও তার স্ত্রী লাকি আক্তারের বাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশিতে ৬০০ পিস ইয়াবা ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। একই সময়ে ঘটনাস্থলেই সহযোগী নুর আলমকেও আটক করা হয়, যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটককৃতদের পরিচয়
রবিউল ইসলাম (২৯) — মৃত রোজ আলী মিয়ার ছেলে, শাহপুর গ্রাম, চানগাঁও ইউনিয়ন
লাকি আক্তার (২৫) — রবিউলের স্ত্রী
নুর আলম (২৮) — মৃত তৌহিদ মিয়ার ছেলে, ভূঁইয়াপাড়া, গগডা ইউনিয়ন, কেন্দুয়া
পুলিশ জানায়, এই তিনজন একসঙ্গে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল এবং তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ উঠেছিল।
ওসির মন্তব্য
ওসি শামসুল আলম শাহ আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মদন থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তিনজনকে নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হবে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। পুলিশের এমন সফল অভিযান এলাকাবাসীকে আশ্বস্ত করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত দেখতে চান।
