ঠাকুরগাঁওয়ে নসিমন-অটোরচার্জারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

IMG-20251117-WA0005

নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় নসিমন ও অটোরচার্জারের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই-বোন নিহত এবং অটোরচার্জারচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ১৪নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা কবরস্থানের পাশেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোছা. লুৎফা বেগম (৪৫) তার ছোট ভাই মো. রফিকুল ইসলাম ওরফে বিশু (৪০)কে নিয়ে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। তারা অটোরচার্জারযোগে উত্তর বঠিনা এলাকায় পৌঁছালে নামাজপাড়া বাজার দিক থেকে আসা করলা বোঝাই একটি নসিমনের সঙ্গে অটোরচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পর লুৎফা বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম ও অটোরচার্জারচালক মো. মুকলু (২৮) কে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চালক মুকলু বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালেশ্বরগাঁও আদর্শগ্রাম এলাকার মৃত বাহার আলীর ছেলে। নিহত লুৎফা বেগমের স্বামী মো. রেজাউল ইসলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ (দালালপাড়া) এলাকার বাসিন্দা। নিহত রফিকুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার কালেশ্বরগাঁও আদর্শগ্রাম এলাকার বাসিন্দা। নসিমনচালক কৃষ্ণ বর্মন (৩৩), রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকার লাল বর্মনের ছেলে। দুর্ঘটনার পর তিনি গাড়ি রেখে পালিয়ে যান বলে জানিয়েছেন পথচারীরা। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, আমরা ঘটনাস্থান থেকে নসিমন গাড়িটিকে জব্দ করি। এক্ষেত্রে এখনো কোন লিখিতভাবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।