বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,গ্রেফতার

IMG-20251117-WA0024

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:

মাদক , নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা সহ বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের ০৩( তিন) টি মামলার আসামি, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মামুনুর রশিদ শাজাহানপুর থানা পুলিশের হাতে আটক এবং বিজ্ঞ আদালতে সোপর্দ।

বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-৩০, তাং- ২৮/০৯/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩৫৮, ধারা- ৯(৩)/১০/১১/১৩,সন্ত্রাস বিরোধী আইন ২০০৯, মামলার তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী ১। মোঃ মামুনুর রশিদ (৩১), (শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং- ডোমনপুকুর নতুনপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে ইং ১৬/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫..৩০ ঘটিকার সময় ডোমনপুকুর এলাকা হইতে গ্রেফতার করা হয়।

ধৃত আসামী মোঃ মামুনুর রশিদ এর বিরুদ্ধে পূর্বেও নিম্ন বর্নিত মামলা রহিয়াছে।

১। (16LBK) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০১ নভেম্বর, ২০১৯; জি আর নং-৩২২, তারিখ- ০১ নভেম্বর, ২০১৯; সময়- ০২:০৫ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত –