জননেতা তরিকুল ইসলাম স্মরণে কুরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সম্পন্ন

IMG-20251116-WA0033


মালিকুজ্জামান কাকা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর জীবন ও কর্ম শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম যশোরের সন্তান হিসাবে এক অনন্য মানুষ হিসাবে বিবেচিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রধান অতিথি আলহাজ্ব অনিন্দ ইসলাম অমিত বলেন, কোরআনের শিক্ষা ব্যাক্তি জীবনে ধারণ করবে। তিনি আশা করেন কোরআনের আলোয় এসব শিক্ষার্থী জীবন আলোকিত হবে।
তরিকুল ইসলাম জীবনে যশোরের কথা ভেবেছেন এবং তার জন্ম ভুমির উন্নয়নে কাজ করেছেন।
অনুষ্ঠানে সভাপতি ত্ব করেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ সাখাওয়াত হোসেন হা.ফি।
উপস্থিত ছিলেন যশোর জেলা বি এনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সমন্বয়কারী হাফেজ ব্যারিস্টার কাজী জাকারিয়া, দারুল আরকাম মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি ওবাইদুল্লা সাকির বিচারক মুফতি মিজানুর রহমান, এজাজ আহমেদ, ভাইপো এজাজ, দড়াটানা মাদ্রাসার ইমাম ও খতিব মুফতি অমানুল্লাহ কাসেমি প্রমুখ।
৫২ এর মধ্যে ৪৯ জন প্রতিযোগিতা য় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় হাফেজ আবরাউল হক, দ্বিতীয় পুরস্কার পায় হাফেজ বিন হোসাইন তৃতীয় স্থান অর্জন করে হাফেজ ইয়াসিন।