কেন্দুয়া গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ এর চির বিদায়
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ‘বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ ভুঁইয়া’ চিরবিদায় নিয়েছেন।
১৪ নভেম্বর শুক্রবার নেত্রকোনার গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামের কৃতি সন্তান কেন্দুয়া উপজেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ (৫০)ভোর রাত অনুমান ৪ ঘটিকার সময় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম তমজিদ ভুঁইয়া (৫০) বছর বয়সে একাকী জীবন নিয়ে পরপারে চলে গেলেন।
তাঁর মৃত্যুতে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী,কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক শোক বার্তায় লিখেছেন- প্রিয় বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ ভূইয়া,যাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারতাম না…আজ সেই আপন মানুষটিকেই কালিয়ান মরিচপুর মসজিদ প্রাঙ্গণে জানাজা দিয়ে চির বিদায় দিতে এলাম।এই পবিত্র জুম্মার দিনে বুকটা ভেঙে যাচ্ছে…জীবন কতই না ক্ষণস্থায়ী, কত অনিশ্চিত।কালিয়ান গ্রামের কৃতি সন্তান,গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।
একটি প্রাণ, একটি পরিবার, একটি দলের শক্ত ভরসা মুহূর্তেই সব নিভে গেলো।এই শোকের গভীরতা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহর দরবারে দোয়া করি—আল্লাহ তায়ালা তাঁর ওপর অশেষ রহমত বর্ষণ করুন,তাঁর সকল গুনাহ মাফ করে দিন,জান্নাতের দরজা তাঁর জন্য উন্মুক্ত করে দিন, তাঁর কবরকে প্রশস্ত, শান্তিময় ও নূরে পরিপূর্ণ করে দিন।আমিন—ইয়া রাব্বুল আলামিন।
এছাড়াও কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল, উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম শোক প্রকাশ করেছেন, এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে শোকাবহ বেদনাদায়ক হ্রদয়ে শোক বইতে পারে এই কামনা করেন।
বোরহান উদ্দিন ভুইঁয়া মোহাম্মদ তমজিদ এর স্মৃতিচারণ করে বিকেলে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪.৩০ ঘটিকার সময় বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ এর জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাযায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী ও উপজেলা বিএনপির সদস্য কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের হাজারও ভক্তবৃন্দ।
