ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

IMG-20251114-WA0006

খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের হামদহে ট্রাক চাপায় স্বাধীন আহমেদ(১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদরের ছোট কামারকুন্ডু গ্রামের রওশন হোসেন ছেলে নিহত স্বাধীন লাউদিয়া মশিউর রহমান ডিগ্রি কলেজের 
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী শামসুর রহমান জানান,পরীক্ষা শেষ করে ঝিনাইদহ শহরে আসার পথে হামদহ নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি অটো তাকে ধাক্কা দেয়। এতে বাইকসহ রাস্তায় ছিটকে পড়ে স্বাধীন। 

এ সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে চাপা দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হসপিটালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান টিটো তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করে জানান, ট্র্যাক্টরি নাটকের চেষ্টা চলছে। এ ঘটনা একটি মামলা দায়ের হয়েছে।