খাসজমিতে রাস্তা আটক, প্রতিবাদ করায় নারীর ওপর হামলা! তদন্ত না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর

IMG-20251114-WA0003

সরকারি খাসজমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রশ্ন

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি (কুড়িগ্রাম প্রতিনিধি সূত্রে)
১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে সরকারি খাসজমিতে চলাচলের রাস্তা আটকে রাখাকে কেন্দ্র করে রাশেদা বেগম (৪২) নামে এক নারী মারধরের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১১ নভেম্বর।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগ উঠেছে, প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো তদন্ত শুরু হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদা বেগম খাসজমিতে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করলে প্রতিবেশী মজনু মিয়া ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। হামলার সময় তারা রাশেদার গালে ও বুকে কিল-ঘুষি মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলেও এখনো কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাসজমির বন্দোবস্তের নিয়ম অনুযায়ী জমিতে কোনো বাধা, প্রাচীর বা স্থায়ী স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় মজনু মিয়া, যিনি কথিতভাবে এক মাদক ব্যবসায়ীর ঘনিষ্ঠ সহযোগী, কোনো অনুমতি ছাড়াই সেখানে ভবন নির্মাণ করেছেন।

সরকারি বন্দোবস্তের ৬ ও ৭ নম্বর শর্তে বলা আছে—

“বন্দোবস্তকৃত জমিতে কোনো প্রকার প্রতিরোধ বা স্থায়ী অবকাঠামো তৈরি করা যাবে না; করলে বন্দোবস্ত বাতিল বলে গণ্য হবে।”

কিন্তু বাস্তবে সেই শর্তের কোনো প্রয়োগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

একজন স্থানীয় প্রবীণ বলেন,

“সরকারি কর্মকর্তারা কি শুধু অফিসে বসে বেতন নেন, নাকি মাঠে গিয়ে কাজও করেন?”

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় এমন দখল ও হামলার ঘটনা আরও বাড়বে।

আহত রাশেদা বেগম বলেন,

“আমি অন্যায় দেখেছি বলে প্রতিবাদ করেছি, আর সেই কারণেই আমাকে মারধর করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই।”