সংবাদিক ঐক্য পরিষদ (SAOP) সাংবাদিকদের আর্থিক নিরাপত্তায় কাজ করবে

IMG-20251114-WA0000


মোঃ রাসেল আহমেদ,নিজস্ব প্রতিবেদক:

দেশের সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, পেশাগত সুরক্ষা ও ন্যায্য শ্রম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে “সংবাদিক ঐক্য পরিষদ (SAOP)” নামে একটি নতুন সংগঠন যাত্রা শুরু করেছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করা হয়।

সংবাদিক ঐক্য পরিষদের (SAOP) নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সংবাদপত্র ও গণমাধ্যম খাতে কর্মরত সাংবাদিকরা নানা সমস্যায় ভুগছেন। অপ্রতুল বেতন, চাকরির অনিশ্চয়তা, কল্যাণমূলক সুবিধার অভাব ও পেশাগত নিরাপত্তাহীনতার কারণে অনেক সাংবাদিক কঠিন বাস্তবতার মধ্যে রয়েছেন। বিশেষ করে ডিজিটাল যুগে সংবাদপত্র ও টেলিভিশন মিডিয়ার আর্থিক সংকোচনের ফলে বহু গণমাধ্যমকর্মী আজ পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে, সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদিক ঐক্য পরিষদ (SAOP) সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে।

সভায় ঘোষণা দেওয়া হয় যে, SAOP সাংবাদিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়ন, জীবন ও স্বাস্থ্যবিমা সুবিধা, অবসর ভাতা, পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি এবং আইনি সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেবে।

একই সঙ্গে, সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি বা অন্যায় আচরণের ক্ষেত্রে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন—
“গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ এই স্তম্ভকে শক্তিশালী করতে যারা দিনরাত কাজ করেন, সেই সাংবাদিকরাই আজ আর্থিক অনিশ্চয়তার শিকার। সংবাদিক ঐক্য পরিষদ (SAOP)-এর মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা।”

দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন যে, SAOP সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং গণমাধ্যম অঙ্গনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সংগঠনটি জানিয়েছে, অচিরেই বিস্তারিত কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করা হবে।