ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের নেতার অবৈধভাবে ভাইবা পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন।
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার অনার্স ৪র্থ বর্ষের ভাইবা পরীক্ষা অবৈধভাবে নেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বরে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ কেসি কলেজ শাখার সাধারণ সম্পাদক জিসমুল হক জিসান অনার্স ৪র্থ বর্ষের ভাইবা পরীক্ষা কলেজের বাইরে অজ্ঞাত স্থানে নিয়েছেন। এটি সম্পূর্ণ অবৈধ বলে তারা দাবি করেন।
বক্তারা অবিলম্বে ওই ভাইবা পরীক্ষা বাতিল ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
