নাটোর- ১ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তন ও নতুন প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল।

IMG-20251113-WA0008

মোঃ নাহিদ ইসলাম,ক্রাইম রিপোর্টার নাটোরঃ

নাটোরের লালপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রার্থিতা বাতিল ও নতুন প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর, ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ও নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা এ মিছিলের আয়োজন করেন।

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলকারীরা এ সময় ব্যারিস্টার পুতুলের মনোনয়ন বাতিল ও ডা. রাজনকে প্রার্থী ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।