নেত্রকোণায় দৈনিক কালের কন্ঠ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

দ্বীন মোহাম্মদ রনি
নেত্রকোণা সদর থানা প্রতিনিধিঃ

আংশিক নয় পুরো সত্য এই স্লোগানকে ধারণ করে নেত্রকোণায় পালিত হল দৈনিক কালের কন্ঠ এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে কালের কন্ঠ নেত্রকোণা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মহসিনের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুলা আল মনসুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ননী গোপাল সরকার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম জেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
এই সময় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরে আনন্দঘন পরিবেশে অতিথিদের নিয়ে কেক-কাটা হয়।