কাঞ্চনার নৃশংস পিতৃহত্যা:পালানোর মাত্র ৪ ঘন্টায় বাঁশখালি থেকে আসামি পুত্র রিয়াদ আটক।

IMG-20251110-WA0006


মোরশেদুল আলম (সাতকানিয়া চট্টগ্রাম):


চট্টগ্রাম, [১০/১১/২০২৫] – চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে নিজ পিতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত পুত্র রিয়াদ (২২) কে রেকর্ড সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সাতকানিয়া থানা পুলিশ।
গত [০৯/১১/২৫] সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নয়া পাড়ার বাসিন্দা আহমদ হোসেন (৫২) তাঁর ছেলে রিয়াদ হোসেনের হাতে নির্মমভাবে হত্যা হয়।
উক্ত ঘটনাটির তদন্তে নেমে সাতকানিয়া থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।
তথ্য প্রযুক্তির নিখুঁত ব্যবহার ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে টিমটি নিশ্চিত হয় যে, আসামি রিয়াদ পার্শ্ববর্তী বাঁশখালি উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকায় আত্মগোপনে রয়েছে। তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ জহির আমিন, এসআই মাহবুল করিম ও এসআই ইদ্রিসের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে গত রাতে সেখান থেকে তাকে আটক করা হয়।
মাত্র চার ঘণ্টার রেকর্ড সময়ের মধ্যে আসামিকে গ্রেফতারে সফল হওয়ায় পুলিশের এ কার্যক্রম এলাকাবাসীর কাছে প্রশংসার দাবিদার।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে একটি পারিবারিক কলহের জের হিসেবে ঘটেছে বলে আমারা জানতে পারি। আমরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সত্যতা উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জন্য কাজ করেছি। তথ্য প্রযুক্তি ও আমাদের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হইছে এবং মামলাটির তদন্ত সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি রিয়াদ তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই বিরোধের জেরেই সে পিতাকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।