লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার
আরমান হোসেন রাজু, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ (পনের) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৫ নং চন্দ্রপুর ইউনিয়নের খামার ভাতী মৌজাস্থ মাদক ব্যবসায়ী মোঃ সাবলু মিয়া (৪২) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সাবলু মিয়া (৪২) এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
🚫 মাদককে না বলুন
🤝 মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
📞 পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন — প্রয়োজনে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করুন।
