রাজাগঞ্জে রওশনা ফরিদ ফাউন্ডেশনের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

IMG-20251108-WA0022



রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলার ৯ নং রাধাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া মাদ্রাসায় আজ অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির তৃতীয় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

রওশনা ফরিদ ফাউন্ডেশন আয়োজিত এই পরীক্ষায় অংশ নেয় ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫০০-এর অধিক মেধাবী শিক্ষার্থী। শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার মানোন্নয়নে এ আয়োজনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশনা ফরিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমদ। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সচিব হাবিবুল্লাহ বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা শরিফ আহমদ, উপদেষ্টা ও প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা;
মাওলানা গোলাম রব্বানী, উপদেষ্টা ও ভাইস প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া মাদ্রাসা;
হাফেজ তাজউদ্দিন, উপদেষ্টা ও শিক্ষক, তালবাড়ি জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া মাদ্রাসা;
আব্দুল অদুদ, সহকারী শিক্ষক, চরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়;
ফয়জুল হোসাইন শিক্ষক, কোনাগ্রাম বিরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়;
এবং ইয়াহিয়া সিদ্দিকি, প্রশাসনিক কর্মকর্তা, ঢাকাদিক্ষণ গোলাপগঞ্জ ইউনিয়ন।

বক্তব্যে রওশনা ফরিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমদ বলেন, “গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। রওশনা ফরিদ ফাউন্ডেশন ২০২৩ সালে যাত্রা শুরু করে এবং শুরু থেকেই শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে।”

সচিব হাবিবুল্লাহ বাহার বলেন, “এই মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রিন্সিপাল মাওলানা শরিফ আহমদ বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও আদর্শ মানুষ গঠনে এমন উদ্যোগের বিকল্প নেই।”

ভাইস প্রিন্সিপাল মাওলানা গোলাম রব্বানী বলেন, “রওশনা ফরিদ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা গ্রামীণ শিক্ষার মান উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

পরীক্ষাটি সম্পূর্ণভাবে লিখিত আকারে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের শুধুমাত্র মেধা যাচাই করা হয়। উপহার বিতরণের কোনো আয়োজন ছিল না।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং রওশনা ফরিদ ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করেন।