বগুড়া জেলার শাজাহানপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক এর গলা কেটে হত্যা করিয়া ইজিবাইক ছিনতাই মামলার রহস্য উৎঘাটন।
মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার শাজাহানপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) এর গলা কেটে হত্যা করিয়া ইজিবাইক ছিনতাই মামলার রহস্য উৎঘাটন, ছিনতাইকৃত ডিসিসড এর ইজিবাইক উদ্ধারসহ ০৫ টি অটো উদ্ধার ও হত্যাকান্ডে ব্যবহৃত অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু, রশি উদ্ধার এবং হত্যাকারীদের গ্রেফতার
মামলার তদন্তকারী অফিসারঃ এসআই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি, শাজাহানপুর থানা, বগুড়া।
মামলার রহস্য উৎঘাটন ও আসামী গ্রেফতারের নেতৃত্বদানকারীঃ মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের অন্তর্গত সুলতানগঞ্জ হাইস্কুলের পিছনে শাহ-সুলতান কলেজের দিক হতে ঢাকা বগুড়া মহাসড়কের সংযোগস্থলে রাস্তার উত্তরপার্শ্বে তুতবাগানের প্রাচীর সংলগ্ন।
ভিকটিম/ডিসিসড এর পরিচয়ঃ মোফাজ্জল হোসেন (৫২), পিতা- মৃত মোবারক আলী, সাং- খলিশাকান্দি, ০৭ নং খোট্টপাড়া ইউনিয়ন, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া। সে একজন ইজিবাইক চালক।
ডিসিসড মোফাজ্জল হোসেন (৫২), পিতা- মৃত মোবারক আলী, সাং- খলিশাকান্দি, ০৭ নং খোট্টপাড়া ইউনিয়ন, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া একজন ব্যাটারী চালিত ইজিবাইক চালক। প্রায় ০২ বছর পূর্বে ব্যাটারী চালিত ইজিবাইক অনুমান ১,৬৫,০০০/- টাকা মূল্য দিয়ে ক্রয় করে শহরের বিভিন্ন এলাকায় ভাড়ায় চালাত। সে প্রতিদিন বিকালে ইজিবাইক নিয়া ভাড়া চালানোর জন্য নিজ বাড়ী হতে বের হয়ে যায়। প্রতিদিনের ন্যায় ইং ০৪/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় ডিসিসড ইজিবাইক নিয়া ভাড়া চালানোর জন্য নিজ বাড়ী হতে বের হয়ে যায়। একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ইজিবাইক চালক ডিসিসড এর প্রতিবেশী মোঃ গোলাম মোস্তফা এর সাথে বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে দেখা হয়। ইং ০৫/১১/২০২৫ তারিখ রাত্রী অনুমান ১২.৩০ ঘটিকার সময় ডিসিসড এর স্ত্রী মোবাইল দিয়া ডিসিসড এর মোবাইল নাম্বার ০১৭৬৫-৩৯৯৭৬৪ তে ফোন করিয়া মোবাইল নাম্বারটি বন্ধ পায়। পরবর্তীতে ডিসিসড কে খোজাখুজির একপর্যায়ে ইং ০৫/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ডিসিসড এর ভাতিজা মোঃ জোবায়ের হোসেন শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের অন্তর্গত সুলতানগঞ্জ হাইস্কুলের পিছনে শাহ-সুলতান কলেজের দিক হতে ঢাকা বগুড়া মহাসড়কের সংযোগস্থলে রাস্তার উত্তরপার্শ্বে তুতবাগানের প্রাচীর সংলগ্ন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী / দুষ্কৃতিকারীরা একজন ব্যক্তিকে গলা কাটিয়া হত্যা করেছে মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে উপস্থিত থাকা পুলিশ সদস্যদের নিকট হতে জানতে পারে যে, মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় আছে। পুলিশ সদস্যদের মোবাইলে উঠানো মৃতদেহের ছবি দেখে চিনতে পারে এবং ০৫/১১/২০২৫ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় উক্ত মৃতদেহ উদ্ধার করে মর্মে জানতে পারে। পরবর্তীতে আরো নিশ্চিত হওয়ার জন্য ডিসিসড এর ভাতিজা, ডিসিসড এর শ্যালক ভাই ও ডিসিসড এর মেয়ের স্বামী তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় গিয়া সিডিসড এর মৃতদেহ দেখে সনাক্ত করে। প্রাথমিক ধারনা করা হয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী / দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে ইজিবাইক ছিনতাই করার জন্য ডিসিসড মোফাজ্জল হোসেন কে গলা কেটে হত্যা করে
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা ও পেশাঃ
১। মোঃ সজিব @ ছোট সজিব (১৯), পিতা- মোঃ ফিরোজুর রহমান @ টিটু, মাতা- মোছাঃ শরিফোন,
২। মোঃ সজিব @ বড় সজিব (২১), পিতা- মোঃ মাসসুল হক মন্ডল, মাতা- বুলবুলি বেগম,
উভ সাং- জয়শিং পশ্চিমপাড়া, থানা- ধুনট, জেলা- বগুড়া।
উদ্ধারকৃত আলামতঃ
১। ভিকটিমের নিকট হতে ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইকসহ মোট ০৫ টি ইজিবাইক। ইহা ছাড়াও আসামীদ্বয়ের নিকট হইতে ০১ টি সুইজ গিয়ার বার্মিজ চাকু, ০২ টি রঁশি, লম্বা- ০৪ হাত করে, ০১ টি থ্রি কোয়ার্টার রক্তমাখা হাফপ্যান্ট, ১৫ টি ব্যাটারি।
জনাব, মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের দিক নির্দেশনায় মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বগুড়া স্যারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও শাজাহানপুর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের লুন্ঠিত একটি বাটন মোবাইল ফোন অত্র মামলার সাক্ষী মোঃ সোহেল রানা (২২), পিতা- মোঃ আমিনুর সরকার, মাতা- মোছাঃ সুজাহান বেগম, সাং-উত্তর নন্দিয়ার পাড়া, থানা- ধুনট, জেলা- বগুড়া এর নিকট হতে উদ্ধার করে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাক্ষী মোঃ সোহেল রানা উক্ত বাটন মোবাইলটি ছোট সজিব এর নিকট হতে ৬০০ টাকা দিয়ে ক্রয় করে। উক্ত সূত্রের ভিত্তিতে সাক্ষী মোঃ সোহেল রানাকে সাথে নিয়ে ছোট সজিবকে তাহার নিকট বাড়ী হতে গ্রেফতার করে এবং তাহার শয়ন কক্ষের বিছানার নিকট হতে ০১ টি সুইজ গিয়ার বার্মিজ চাকু, ০১ টি রঁশি, লম্বা- ০৪ হাত, ০১ টি থ্রি কোয়ার্টার রক্তমাখা হাফপ্যান্ট জব্দ তালিকা মূলে উদ্ধার করে। ছোট সজিব এর তথ্যমতে একই গ্রাম হতে বড় সজিবকে গ্রেফতার করে এবং বড় সজিব এর স্বীকারোক্তিতে ডিসিসড মোফাজ্জল হোসেন এর লুন্ঠিত ইজিবাইক উদ্ধারসহ আরো চারটি অটো (সর্বমোট ০৫ টি অটো) ও ১৫ টি ব্যাটারী জব্দ তালিকা মূলে উদ্ধার করেন। আসামীদ্বয় অন্যান্য পলাতক আসামীদের সহায়তায় উক্ত হত্যাকান্ড সংগঠিত করিয়াছে মর্মে জানায়। নিজেদের দোষ স্বীকার করে ধৃত আসামীদ্বয় ও সাক্ষী সোহেল বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করবে।
