মোরেলগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটকমো. ফিরোজ আহমেদ।

IMG-20251104-WA0057


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ তালুকদার ওরফে কালু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের নির্দেশে এসআই কৃষ্ণপদ সরকার ও এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে রিয়াজের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে নিজ বাড়ির সামনে থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রিয়াজ তালুকদার ওই এলাকার মো. আউয়াল তালুকদারের ছেলে। এর আগেও তার নামে একাধিক মাদক ও মারামারির মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বহরবুনিয়া ইউনিয়নের দুর্বল যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নিজ দোকানে বসে মাদকদ্রব্য বিক্রি করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রিয়াজ তালুকদার ছাড়াও তার পরিবারের আরও কয়েকজন সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মোরেলগঞ্জ থানা পুলিশ জানায়, আটক রিয়াজ তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে প্রস্তুতি শেষে তাকে আদালতে পাঠানো হবে।