(৩১বিজিবি) ব্যাটালিয়ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেত্রকোনা দূর্গাপুর সীমান্তে ভারতীয় ২৪ বোতল মদ আটক।
সারোয়ার পারভেজ বাবু,
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ০৪ নভেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর ১১:৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনস্থ বারমারির বিওপির ০৪ সদস্যের একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্বপৃর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২ এমসি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ২নং ইউনিয়নের চন্ত্রকোণা নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১(এক জন) আসামি সহ ভারতীয় মদ আইস ভদকা ১৫ বোতল এবং এসি ব্লাক ০৯ বোতল আটক করে।
উক্ত আসামীর ঠিকানা মো: রুহুল আমিন (২১) পিতা মৃত মো: আবুল কাসেম গ্রাম মিনকি ফানদা ডাকঘর দূর্গাপুর থানা দূর্গাপুর জেলা নেত্রকোনা আটককৃত আসামীকে মাদক সহ দূর্গাপুর থানায় হস্থান্তর করার কার্যত্রম প্রক্রিয়াধীন।
