কেন্দুয়া- আটপাড়া আসনের প্রার্থীর পক্ষে বিএনপির আনন্দ মিছিল

IMG-20251104-WA0048

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্হায়ী কমিটির স্বীদ্ধান্ত মোতাবেক বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশ নেন।
বেলা ২টায় আটপাড়ায় সাড়ে ৩টায় তেলিগাতী ও বিকাল সাড়ে ৪টায় কেন্দুয়া উপজেলার পৌর শহরে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিলকারীরা বিভিন্ন স্লোগানে- “ধানের শীষ জিন্দাবাদ”, “খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ” তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, হিলালী ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌরশহর।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাবেশে ড. হিলালী বলেন- কেন্দুয়া–আটপাড়ার মানুষের এই ভালোবাসা আমার জীবনের বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ, জনগণের দোয়া ও সমর্থনেই আমি আজ এই পর্যায়ে । ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন- আমি রাজনীতি করি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। ইনশাআল্লাহ, সুযোগ পেলে কেন্দুয়া–আটপাড়াকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে উন্নত অঞ্চলে রূপ দেব।
মিছিলে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ ও আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।