দুই আসনে চূড়ান্ত মনোনয়ন, লালমনিরহাট-২ নিয়ে বিএনপির হিসাবনিকাশ চলছেই

IMG-20251103-WA0032

প্রদীপ কুমার রায়,ক্রাইম রিপোর্টার লালমনিরহাট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
ঘোষণা অনুযায়ী, লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতিবান্ধা) আসনে প্রার্থী হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনপ্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে দলের পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতার কারণেই তাঁকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে, লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপি সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বিএনপি সরকারের সময় সংসদ সদস্য ও উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৮ সালেও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে জাতীয় পর্যায়েও দুলু ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
দলীয় প্রার্থী ঘোষণার পর লালমনিরহাট শহর ও গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। হাট-বাজার, চায়ের দোকান ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও উচ্ছ্বাস।
তবে লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের প্রার্থী এখনো ঘোষণা করেনি বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ঐ আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় এখনই নাম চূড়ান্ত করেনি কেন্দ্রীয় নেতৃত্ব। স্থানীয়ভাবে কয়েকজন নেতাকে দলীয় সিদ্ধান্তের অপেক্ষা না করে প্রচারণা চালাতে দেখা গেছে বলে সূত্র জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লালমনিরহাট-১ ও ৩ আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জেলার নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে। এখন সবার দৃষ্টি লালমনিরহাট-২ আসনের মনোনয়ন ঘোষণার দিকে।