জামায়াতের অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধারজামায়াত বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশ, সুরাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন

IMG-20251102-WA0059

মোঃ আবু সাইদ শওকত আলী,
       খুলনা বিভাগীয় প্রধানঃ

ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতাকির্মীদের নিয়ে মহড়া দেয়। এসময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধারের ঘটনা নিয়ে জামায়াত প্রতিবাদ সমাবেশের আয়োজ করে। জামায়াত ঘটনাটি মিথ্যা ও স্থানীয় বিএনপির বিরুদ্ধে মব সৃষ্টি করে অপপ্রচারের অভিযোগ এনে সুরাট বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন। বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও আলমগীর হোসেন প্রমুখ।

জামায়াত নেতারা অভিযোগ করেন, ৫ আগষ্টের পর ঝিনাইদহে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে তারা পরিকল্পিত ভাবে সার উদ্ধারের নাটক সাজিয়ে জামায়াতকে দোষারোপ করছে।

অপরদিকে বক্তব্য চলাকালে স্থানীয় বিএনপি কর্মী ও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়কের ছেলে মামুন হোসেনের নেতৃত্বে বিএনপি কর্মীরা সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুরাট বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপি নেতা বিল্লাল হোসেন জানান, জামায়াতের সমাবেশ শেষ হওয়ার পর পরই বিএনপি নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করে অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি মহাসত্য বলে দাবী করেন। তিনি বিএনপির পাল্টা সমাবেশে অভিযোগ করেন, বিএনপি কোন নাটকে বিশ^াসী নয়, শুক্রবার রাতে জামায়াত অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধার করে নিয়ে গেছে কৃষি বিভাগ। কাজেই বিএনপি কখনো মিথ্যা প্রচারে বিশ^াসী নয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন রোববার দুপুরে জানান, সদর উপজেলার সুরাট বাজার এলাকায় জামায়াত ও বিএনপি উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এয়াড়াও ঐ এলাকার পরিস্থিতি সাভাবিক হওয়ার আগ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকবে বলেও জানান তিনি।