কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়ন মৎস্যজীবি দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

IMG-20251031-WA0038

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন মৎস্য জীবি দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মিজানুর রহমান লিটন ও আমিরুল হক মল্লিক এর যৌথ স্বাক্ষরিত দলীয় পেডে এ অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে মোঃ মোতাহার হোসেনকে সভাপতি ও মোঃ রহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সদস্য জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

পরে অনুমোদন কমিটি ইউনিয়ন মৎস্য জীবি দলের সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রহিম উদ্দিন এর হাতে তুলে দেন।