কাশিমপুরে মশা নিধন কর্মসূচি পালন।
কাজল,সংবাদ প্রতিবেদক:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে মশা নিধন কর্মসূচি। মশা মুক্ত শহর গড়ি, স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করি — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ থেকে ১২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা মশামুক্ত পরিবেশ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এলাকাবাসীর সহযোগিতায় টেকসই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
কোনাবাড়ি থানার প্রধান সমন্বয়কারী এনসিপি’র আব্দুল হান্নান এর উদ্যোগে এবং তাঁর সহকর্মীরাও এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁরা বলেন, মশা নিধন শুধু একটি দায়িত্ব নয়, এটি সামাজিক সচেতনতার প্রতীক। প্রতিটি এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব। অংশগ্রহণকারীরা মাথায় ব্যানার ও ফিতা বেঁধে সচেতনতামূলক বার্তা প্রচার করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা এলাকাবাসীর মাঝে প্রশংসার জন্ম দেয়।
