কেন্দুয়ায় দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী পুকুরে ডুবে মৃত্যু

লুৎফুর রহমান হৃদয়, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোঃ
নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মাহমুদা নূর নিধি (৯) নামে এক শিশু ছাত্রী মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিধি মাসকা গ্রামের আলম মিয়ার মেয়ে এবং স্থানীয় মাসকা ইকরা বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামে এই ঘটনা ঘটে। শিশু নিধির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় নিধি প্রতিদিনের মতো দুপুরের দিকে বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নিধির লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেলে তাকে উদ্ধার করে প্রতিবেশী লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।