ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ শফিকুল ইসলাম(২৮) পিতা: মোহাম্মদ ইউসুফ আলী সাং ঘনিমহেশপুর, মোঃ আব্দুল খালেক(৪৬) পিতা: মৃত আব্দুল আজিজ সাং- ঘনিবিষ্টপুর, মোঃ রেজেকুল ইসলাম (৩০) পিতা: মোঃ হক সাহেব সাং- ঘনিমহেশপুর, মোঃ সোহেল রানা(২৩) পিতা: মোঃ মাজেদ আলী সাং- বারঘড়িয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল ঘনী মহেশপুর গ্রামে আব্দুল খালেকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাড়ির শয়ন কক্ষ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ওই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-০৪/০৯, তারিখ: ২১/১২/২৫ ইং) রুজু করা হয়েছে। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় তাদের অভিযুক্ত করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন যে, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
