ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদীর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

IMG-20251221-WA0015

মোঃ আবু সাইদ শওকত আলী ,
        খুলনা বিভাগীয় প্রধানঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল হয়েছে।
শনিবার বিকেলে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় স্থানীয় বিএনপির আয়োজনে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নী জেনারেল এ্যাড. মো. আসাদুজ্জামান। সেসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ- সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।