কানাইঘাট থানার পুলিশের অভিযানে ৩২০ কেজি ভারতীয় পিঁয়াজসহ চোরাকারবারী গ্রেফতার

IMG-20251221-WA0020


রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পিঁয়াজ উদ্ধারসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) সাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কানাইঘাট পৌরসভার বায়মপুর পশ্চিম বাইপাস মোড়ে তল্লাশীকালে একটি সিএনজি অটোরিকশা থামানো হয়।
তল্লাশিতে উক্ত সিএনজি গাড়ীতে থাকা ০৮টি বস্তার মধ্যে মোট ৩২০ কেজি ভারতীয় পিঁয়াজ উদ্ধার করা হয়। এসময় পিঁয়াজ বহনকারী চোরাকারবারী ফখর উদ্দিন (২০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত পিঁয়াজ ও ব্যবহৃত সিএনজি গাড়ী জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় নিয়ে আসিয়া এজাহার দায়ের করা হলে উক্ত এজাহারের ভিত্তিতে কানাইঘাট থানার মামলা নং-১৯(১২)২৫ রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই (নিঃ) সোহাগ চৌধুরীর উপর অর্পণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে গ্রেফতারকৃত আসামীকে আজ ২১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।