কানাইঘাট থানার অভিযানে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ
রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানার পুলিশের অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কানাইঘাট থানাধীন সড়কের বাজার যাত্রী ছাউনীর বিপরীত পাশে পাকা রাস্তার উপর জনসাধারণ কর্তৃক আটককৃত একটি পিকআপ গাড়ী তল্লাশি করা হয়।
এসময় পিকআপ গাড়ীতে থাকা ০২টি বস্তার ভেতর থেকে মোট ১১ হাজার ৭৬০ প্যাকেট ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা। উদ্ধারকৃত অবৈধ বিড়ি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
স্থানীয় জনসাধারণ পুলিশকে জানায়, পলাতক আসামী হেলাল আহমদ (৩০) ও অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি পিকআপ গাড়ীতে ভারতীয় বিড়ি রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে জব্দকৃত আলামতসহ থানায় এসে এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস এজাহার দায়ের করলে তার প্রেক্ষিতে কানাইঘাট থানার মামলা নং-২০(১২)২৫ রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই (নিঃ) সোহাগ চৌধুরীর উপর অর্পণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
