লালমনিরহাটে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

IMG-20251221-WA0012

আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ

লালমনিরহাটে অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ ও নকল প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে ফরহাদ কবির নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট পৌরসভার উচাটারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আলম মনসুর সোয়াইব।
দণ্ডপ্রাপ্ত ফরহাদ কবির দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রামের ধুলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনসমাগমপূর্ণ এলাকায় সন্দেহজনকভাবে ওষুধ বিক্রি করছিলেন ফরহাদ কবির। এ সময় তার কাছে থাকা ওষুধ ও প্রসাধন সামগ্রীর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ও অনুমোদনহীন ওষুধ ও নকল পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।