বুড়িমারী স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে ট্রাকের ভেতর থেকে ভারতীয় ট্রাকচালকের মরদেহ উদ্ধার

IMG-20251221-WA0007

আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি,লালমনিরহাটঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে একটি ট্রাকের কেবিন থেকে এক ভারতীয় ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে পার্কিং ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ট্রাকচালকের নাম সনম তামাং (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা কানছা তামাং-এর ছেলে। তিনি নিয়মিতভাবে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সনম তামাং ভুটানি পাথর বোঝাই একটি ট্রাক নিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করেন। বন্দরে পাথর খালাস শেষে অন্যান্য ভারতীয় ট্রাকচালকদের মতো রাতের জন্য তিনি ট্রাকটি স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে রেখে কেবিনে ঘুমিয়ে পড়েন।
শুক্রবার সকালে পার্কিং ইয়ার্ডে অবস্থানরত অন্যান্য ট্রাকচালকরা তাকে ডাকাডাকি করলে দীর্ঘ সময়েও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ট্রাকের কেবিনের ভেতরে প্রবেশ করে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা পাটগ্রাম থানা-পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহটি ভারতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।