দীর্ঘ দুই মাস খোঁজ নেই নিমতলার জাফরের

IMG-20251220-WA0007


মালিকুজ্জামান কাকা
দীর্ঘ দুই মাস ধরে খোঁজ নেই যশোর সদর উপজেলার নিমতলার জাফরের। তার সর্বশেষ অবস্থান ছিল রাশিয়ায়। সেখানে সে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল।
নিম তলার জাফর এখন রাশিয়ায়। কিন্ত কেন। ইউরোপে ভাল কাজের টোপ দিয়ে তাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে নামানো হয়েছে।
জাফরের খোঁজ নেই গত দুই মাস। পিতা খাইরুল ইসলাম। বুড়ো বয়সেও তাকে চায়ের দোকান আর পরিবার সামাল দিতে হচ্ছে।
জাফরের দুটি অবুঝ সন্তান। মুবিন সাড়ে ৫ বছর আর আড়াই বছরের জান্নাতি। এরা এখনো পিতার কোন কিছু জানেনা বা বোঝেনা। নিমতলা পাম্পের গায়ে দাদার চায়ের দোকানে তাদের ঘোরাঘুরি করতে দেখা গেল। ক্ষুধায় ওরা ছটফট করছে। দাদা দাদী দোকানের কেক রুটি খেতে দিল।
জাফর কে ইউরোপে পাঠিয়েছে চিন্নিত ছয় দালাল। এদের মধ্যে আলমগীর রাশিয়ার নাগরিক। সেখানে তার স্ত্রী আছে। জাফরের অভিভাবক একটি মামলা করেছেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।
তবে আসামিরা মামলা মীমাংসা করে নিতে প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এমনকি তারা বিষয়টি সিআইডি পুলিশকে জানিয়েছে। যদিও পুলিশ বলেছে মামলা মীমাংসা আমাদের দায়িত্ব নয়। সেটি আদালত দেখবে।
এই ছয় দালালের অন্যতম হচ্ছে হাসান, আলমগীর, জেরিন।
আলেমগগীর কে পুলিশ খুঁজে পাচ্ছে না। তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
জাফরের মা জানান, কত কিছু করলাম কিন্ত এখনো ছেলে পেলাম না। আগে মাঝে মধ্যে কথা হোত। গত দুই মাস তার কোন খোঁজ নেই। বেঁচে আছে না যুদ্ধে কিছু হোল কিছুই বোঝা জানা যাচ্ছে না। তিনি দালালদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। বলেন ঐ দুই অবুঝ শিশু জাফরের। ওরা কিছুই বোঝেনা।