নেত্রকোনা কলমাকান্দা সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮ বোতল মদ আটক।
মো: সারোয়ার পারভেজ বাবু
নেত্রকোনা জেলা প্রতিনিধি।
নেত্রকোনা (৩১বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ১৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫ সকাল
০৭•৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটিলিয়ন (৩১বিজিবি) এর অধিনস্থ বরুয়াকোণা বিওপির ০৪ সদস্যর একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্বপৃর্ণ এলাকায় সীমান্ত পিলারের ১১৮১ এমসি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়ন এর পাতলা বন নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবীহিন অবস্থায় ভারতীয় মদ আইস ভদকা ২৮ বোতল আটক করে।
আটক কৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
