অপসংস্কৃতি প্রতিরোধে গাউসিয়া কমিটির তিলাওয়াত, হামদ ও জিকিরে মুস্তফা মাহফিল অনুষ্ঠিত
আহমদ রেজা, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
অপসংস্কৃতি প্রতিরোধ ও ইসলামী সংস্কৃতি বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রাম পতেঙ্গায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, চরবস্তী সি ইউনিট, ৪১নং ওয়ার্ড শাখার উদ্যোগে দ্বিতীয় তম তিলাওয়াত, হামদ ও জিকিরে মুস্তফা মাহফিল–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে দক্ষিণ পতেঙ্গা চরবস্তী মোড় সংলগ্ন নিরিবিলি ময়দানে এ মাহফিলের কার্যক্রম শুরু হয়। বাদে মাগরিব কোরআন তিলাওয়াত, ইসলামী হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে মাহফিলের মূল পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট আলেম ও ওলামায়ে কেরামগণ অপসংস্কৃতির কুফল, ইসলামী জীবনব্যবস্থার গুরুত্ব এবং সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে জিকিরে মুস্তফা (সা.) ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে অপসংস্কৃতি দূর করে ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের ধর্মীয় আয়োজন তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহফিলে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ জনতা ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
