নেত্রকোনায় মাদক সেবনের দায়ে তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

IMG-20251216-WA0007

মোঃ রাসেল আহমেদ,ক্রাইম রিপোর্টার
নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা সদর থানাধীন হাসেমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনা।

অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ খোকন মিয়ার বসতঘরের পিছনের রাস্তার ওপর থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় নিম্নোক্ত ব্যক্তিদের আটক করা হয়—

আটককৃতরা হলেন:

১) মোঃ বাবলু মিয়া (৪৫)
পিতা: মৃত মকবুল হোসেন
সাং: বাইশধার
থানা: নেত্রকোনা সদর
জেলা: নেত্রকোনা

২) মোঃ খোকন মিয়া (৪৫)
পিতা: মোঃ আব্দুল খালেক
সাং: হাসেমপুর
থানা: নেত্রকোনা সদর
জেলা: নেত্রকোনা

৩) আব্বাস খাঁ (৬৫)
পিতা: মৃত আঃ রহমান খাঁ
সাং: কাঞ্চনপুর
থানা: নেত্রকোনা সদর
জেলা: নেত্রকোনা

অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেত্রকোনা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামছুজ্জামান আসিফ আসামিদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তীতে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।