মুক্তিযুদ্ধের চেতনায় কানাইঘাট অনলাইন রিপোর্টাস ক্লাবের বিজয় দিবস উদযাপন
কানাইঘাট (সিলেট):
রাব্বি হাসনাত ইমন
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে কানাইঘাট অনলাইন রিপোর্ট ক্লাবের উদ্যোগে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসটির শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কানাইঘাট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ইকবাল বাহার, সাধারণ সম্পাদক জাকির আহমদ সাজেদ, সহ-সাধারণ সম্পাদক আসরাফ আহমদ, প্রচার সম্পাদক মুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রাব্বি হাসনাত ইমন, হেলাল উদ্দিন নাবিল, মামুনুর রশিদ, ফয়েজ আহমদ, আবুল হাসান চৌধুরীসহ অন্যান্যরা।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় কানাইঘাট অনলাইন রিপোর্ট ক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা ও বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইকবাল বাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে চূড়ান্ত বিজয়ের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় গৌরব ও অস্তিত্বের ভিত্তি। বীর শহীদদের আত্মদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম। সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের পক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি গভীর শ্রদ্ধা, আবেগ ও দেশপ্রেমের পরিবেশে সমাপ্ত হয়।
