মহান বিজয় দিবসে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া শাখার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ।
মোঃ জানে আলম রনি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া, ১৬ ডিসেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটি।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ জানে আলম রনি ও সাধারণ সম্পাদক মোঃ আল সাঈদ রুবেল সহ সকল নেত্রী বৃন্দের সার্ভিক সহযোগিতায় একটি র্যালি কোর্টরোটস্থ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি অবকাশের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা, সরাইল ও বিজয়নগর উপজেলার নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ ও ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলার মানুষ চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম সাহসিকতা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশপ্রেমের চেতনায় নতুন করে উজ্জীবিত করে। একই সঙ্গে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে জাতিকে অনুপ্রাণিত করে এই ঐতিহাসিক দিনটি।
সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে আলোকপাত করে সংগঠনটি জানায়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করাই আজকের দিনে সাংবাদিকদের সর্বোচ্চ দায়িত্ব ও অঙ্গীকার হওয়া উচিত।
পরিশেষে, মহান বিজয় দিবসে সংগঠনের পক্ষ থেকে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার প্রতি পুনরায় গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করা হয়।
