প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমেদের পাশে বাংলাদেশ প্রেসক্লাব, আদিতমারী
প্রদীপ কুমার রায়, ক্রাইম রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দন পাট এলাকার প্রবীণ ও শ্রদ্ধেয় সাংবাদিক ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তাঁর এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রেসক্লাব, আদিতমারী উপজেলা শাখা।
গতকাল বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তাঁর চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয় এবং পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সাংবাদিক ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে সমাজ ও মানুষের কথা তুলে ধরতে কলম ধরেছেন। আজ তাঁর কঠিন সময়ে একজন সহকর্মীর পাশে দাঁড়ানোকে সাংবাদিক সমাজ তাদের নৈতিক দায়িত্ব বলে মনে করে।
বাংলাদেশ প্রেসক্লাব, আদিতমারী উপজেলা শাখার পক্ষ থেকে সমাজের সকল বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ—
আসুন, আমরা সবাই মিলে এই প্রবীণ সাংবাদিকের পাশে দাঁড়াই এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।
