পটুয়াখালীর জেলায় গলাচিপায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

IMG-20251216-WA0026

মোঃ নুহু ইসলাম,
স্টাফ রিপোর্টার

১৬ ডিসেম্বর ২০২৫
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এই দিনে সারাদেশের মতো পটুয়াখালীর জেলায় গলাচিপা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুমবিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, গলাচিপার আয়োজনে বাংলাদেশ–তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়। স্বাধীনতার ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও উৎসবমুখর বিজয় মেলা।

বিজয় মেলায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আনসার ও পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপন একটি আনন্দঘন ও স্মরণীয় রূপ লাভ করে।