পটুয়াখালীর জেলায় গলাচিপায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন
মোঃ নুহু ইসলাম,
স্টাফ রিপোর্টার
১৬ ডিসেম্বর ২০২৫
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এই দিনে সারাদেশের মতো পটুয়াখালীর জেলায় গলাচিপা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুমবিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, গলাচিপার আয়োজনে বাংলাদেশ–তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়। স্বাধীনতার ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও উৎসবমুখর বিজয় মেলা।
বিজয় মেলায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আনসার ও পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপন একটি আনন্দঘন ও স্মরণীয় রূপ লাভ করে।
