কালিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১, আহত-১
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার মল্লিকনগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবেল হোসেন (৩৬) নামের অপর এক যুবক। নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হকপাড়া এলাকার সাফায়েত হাসানের ছেলে।
অপরদিকে আহত রুবেল হোসেন একই এলাকার আবু সাইদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাজায়, সোমবার (১৫ ডিসেম্বর ) সন্ধ্যা ৭টার সময় মল্লিকনগর এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত রুবেল হোসেনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন দূর্ঘটনায় রুবেল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার কথা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে লাশ আইনী প্রকৃয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
