আনোয়ারা–কর্ণফুলীর আইন-শৃঙ্খলা উন্নয়নে অতিরিক্ত আইজির সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান (আহমদ রেজা)
আনোয়ারা ও কর্ণফুলী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমিদস্যু, চাঁদাবাজ, চিহ্নিত দুষ্কৃতকারী দমন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার লক্ষ্যে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব আহসান হাবিব পলাশের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব সরওয়ার জামাল নিজাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআইজি হাসান বারি নুর এবং সাবেক ছাত্রনেতা ও আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শরীফ মুহাম্মাদ কামাল।
সাক্ষাতে নেতৃবৃন্দ এলাকাবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
