রূপসায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
ফাহিম ইসলাম,খুলনা বিশেষ প্রতিনিধি:
খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা সেতুর পূর্ব পাড়ে মোংলা সড়কে গুলিবিদ্ধ হয়ে সাগর (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মোংলা সড়কে সাগরকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাগর কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার পিতা ফায়েক শেখ। তিনি গ্রীনবাংলা জাবুসা এলাকার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এবং কারা এই গুলির ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
