মোড়েলগঞ্জের পশ্চিম সরালিয়া আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত

IMG-20251214-WA0012

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জের পশ্চিম সরেলিয়া – ৮ নং ওয়ার্ড এর আইন শৃঙ্খলা কমিটি কর্তৃক আয়োজিত জরুরী মতবিনিময় সভা পশ্চিম সরালিয়া পুরাতন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব হাফেজ মোঃ রাফিউল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

সভায় বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোশারফ হোসেন ও পশ্চিম সরালিয়া পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আলতাফ হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার (অবঃ) মোঃ ইউসুফ আলী তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য জনাব মোঃ নুরুল হক তালুকদার,

আরো বক্তব্য রাখেন জনাব ক্করী মোঃ সোহরাব হোসেন, মাস্টার মোঃ সিদ্দিকুর রহমান, মাস্টার মোঃ আব্দুল আউয়াল, বিবিসি নিউজ ২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, মাস্টার মোঃ কামরুজ্জামান (সাদ্দাম )।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাইতুল মাওয়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ শামীম হোসেন, মাস্টার মোঃ হুমায়ুন করির তালুকদার, মোঃ মনিরুল ইসলাম (ডালিম), মোঃ তানিম তালুকদার, মোঃ মুকিত হোসেন, মোঃ জাকির হোসেন খান, মোঃ দুলাল হোসেন গাজী, মোঃ সেলিম মুন্সী, মোঃ জামাল মুন্সী মোঃ শাকিল আহমেদ (অমি) মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রমুখ।

বক্তারা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। এবং এবং নুতন করে আইন শৃঙ্খলা কমিটি গঠন করেন। এবং পরবর্তী কার্যকরী পদক্ষেপ কি হবে সে বিষয়ে নিজেদের ভিতরে মতবিনিময় করেন।

বক্তারা নিজেদের ভিতরে ঐক্য ধরে রাখা এবং সমাজের সার্বিক দিক বিবেচনা করে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।