রাজশাহীর দূর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অভিযান

IMG-20251214-WA0031

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে জনসাধারণের প্রশংসা কুড়াচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু। সরকারি বিধিমালা অমান্য করে তিন ফসলি জমি ও সরকারি খাস জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রবণতা রোধে তার নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

দুর্গাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ভূমিকা পালন করছেন। অবৈধভাবে পুকুর খননের অভিযোগ পাওয়া মাত্রই ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযানের মাধ্যমে ভেকু মেশিন জব্দ ও ভেঙে ফেলা হচ্ছে। একাধিক অভিযানে অবৈধ খনন কার্যক্রম বন্ধ করে ভূমির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পুকুর খননের ফলে যেমন কৃষি উৎপাদন ব্যাহত হয়, তেমনি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়—এ বিষয়টি বিবেচনায় নিয়েই প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তার এ ধরনের সাহসী ও ধারাবাহিক উদ্যোগে কৃষক, সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দুর্গাপুর উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার ভূমিকা ইতোমধ্যেই দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু বলেন,তিন ফসলি জমি কেটে পুকুর খনন বন্ধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি,এটা স্থায়ীভাবে বন্ধের জন্য আমরা মামলাও দায়ের করেছি,আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে দিক নির্দেশনা দিবে আমি এটা স্থায়ী ভাবে বন্ধের জন্য সে পদক্ষেপ গ্রহণ করব।