মোড়েলগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা

IMG-20251214-WA0017

মোঃ ফিরোজ আহমেদ

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ – বাগেরহাটের মোড়েলগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাবিবুল্লাহ এর নেতৃত্বে উপজেলা কমপ্লেক্স চত্বরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও পুষ্প মাল্য অর্পণ করেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহমুদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ আলম বাবুল, উপজেলা প্রকল্প অফিসার (পিআইও ) মোঃ আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন অফিসার একেএম ইখতিয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন ফকিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন।

পরে উপজেলা সভা কক্ষে
এক আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহমুদুর রহমান , মোরেলগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ আলম বাবুল, উপজেলা প্রকল্প অফিসার (পিআইও) মোঃ আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন অফিসার এ কে এম ইখতিয়ার হোসেন, মোড়েলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শইদুল ইসলাম, মোড়লগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক গনেশ পাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম।