বগুড়ার শাজাহানপুরে নিখোজের পাচ দিন পর পুকুর থেকে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজ থাকার পাঁচ দিন পর তিন বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তাওহীদ হাসানের লা’শ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীহাট বয়রাদীঘি গ্রামের একটি পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।নিহত তাওহীদ হাসান ওই গ্রামের সোহেল নামের এক প্রবাসীর ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে খেলছিল তাওহীদ।কিছু সময় পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় আশপাশের বিভিন্ন এলাকা, ঝোপঝাড় এবং পুকুুরে জাল ফেলে অনুসন্ধান চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটি শারীরিকভাবে প্ৰতিবন্ধী হওয়ায় ঠিকমতো হাঁটতে পারত না এবং কথা বলতেও অক্ষম ছিল। এ কারণে পরিবারের উদ্বেগ দিন দিন বাড়তে থাকে। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতিও চলছিল বলে জানান স্বজনরা।
শুক্রবার সকালে বাড়ির সন্নিকটের একটি পুকুরে একটিশিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।শিশুটির পরিচয় নিশ্চিত হলে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃ’ত্যু বলে ধারণা করা হলেও মৃ’ত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশৰ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
