নলডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

IMG-20251214-WA0020

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নাটোরের নলডাঙ্গায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আল এমরান খাঁন এর সভাপত্তিতে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ,উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার,উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান,নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ সাকিউল আযম,নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ,উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোঃ ফজলুর রহমানসহ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন দলের রাজনীতিক ব্যক্তিবর্গ,মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।