কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর রবিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধার স্মরনে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে আলোচনা কার্যক্রম শুরু হয়।
সঞ্চালনা করেন – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
বক্তব্য রাখেন- উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের আহবায়ক নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া উপজেলা জমিয়ত ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ফারুকী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা- মাকসুদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সাংবাদিক রাখাল বিশ্বাস, কুহিনূর আলম,শাহ আলী তৌফিক রিপনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
বক্তৃতায় বক্তারা বলেন-১৪ ডিসেম্বর এই দিনে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে ধ্বংস করে দিতে চাইছিল পাকিস্তানের আলবদর আলচামচ রাজাকারের দল।
বক্তারা আরও বলেন – আওয়ামী সরকারের আমলে এই দেশে অনেক ভোয়া মুক্তিযুদ্ধার নাম তালিকা এসেছে, তাদেরকে চিহ্নিত করে সঠিক মুক্তি যুদ্ধাদের তালিকা প্রকাশ করে যথাযথ মূল্যায়ন করেন।
