সুনামগঞ্জে ছাতক দোয়ারা (৫) আসনে এমপি প্রার্থী মোঃ আলী আসগর সমর্থনে টেটিয়ারচর বাজারে নিবার্চনী প্রচারণা মানুষের মুখে আনন্দের জোয়ার।

IMG-20251213-WA0002

সুমন আহমদ, সিলেট, প্রতিনিধিঃ

সমাজ ও জাতির লক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ আলী আসগর ছাতক দোয়ারায় এক ইতিহাস সৃষ্টি করেছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৩ থেকে চরমহল্লা ও টেটিয়ারচর সম্পন্ন বাজারে নিবার্চনী লিফট বিতরণ করেন।

এতে মানুষের কন্ঠে মুখরিত ট্রাক মার্কায় স্লোগানে আজ ইতিহাস সৃষ্টি করেছেন চরমহল্লা ও টেটিয়ারচর বাজারে ।

মাওলানা মোহাম্মদ (আলী আসগর) তিনি বলেন মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই রাজনীতির মূল শক্তি। আপনাদের এই আস্থা ও ভালোবাসাকেই পুঁজি করে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথী। জন্মভূমির প্রতিটি সমস্যার সঙ্গে আমি গভীরভাবে পরিচিত। আমার রাজনীতি ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য।আমি বিশ্বাস করি, জনগণই গণতন্ত্রের মূল ভিত্তি।

এতে উপস্থিত ছিলেন:- গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সহ সাংগঠনিক সম্পাদক, ফয়সাল আহমেদ, মোঃ জাকারিয়া গণ অধিকার পরিষদ দোয়ারা উপজেলার সভাপতি, মোঃ লুৎফুর রহমান, গণ অধিকার পরিষদ ছাতক উপজেলার সভাপতি আজহার আলী, যুব অধিকার পরিষদ ছাতক উপজেলার সভাপতি আইনুল হক,,সাধারণ সম্পাদক, সেবুল আহমদ, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার,নুর হোসেন মামুন ছাতক উপজেলার সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া বিন শুরুজ, মাওলানা জুয়েল আহমদ, প্রধান শিক্ষক বিসমিল্লাহ একাডেমি (খাইরগাঁও) মোঃ জুবায়ের, শ্রমিক অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া,

এতে লিফলেট বিতরণে গণ অধিকার পরিষদের আরও অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।