ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মহিলা দালালদের দৌরাত্ম্য: রোগীদের ভোগান্তি,পুলিশের নিষ্ক্রিয়তা!

IMG-20251213-WA0020

মোঃ জানে আলম রনি,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা সদর হাসপাতালে সক্রিয় মহিলা দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে, যা রোগীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের চিত্রে পরিণত হয়েছে রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা।

আজ দুপুরে হাসপাতাল চত্বরে এমন এক দালাল মহিলাকে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টার সময় হাতেনাতে ধরতে চাইলে তিনি ক্যামেরায় ধারণ করতে আসা এক সংবাদকর্মীর সাথে দুর্ব্যবহার করেন এবং ঘুসি মারার হুমকিও দেন।

এ বিষয়ে হাসপাতালের সামনে দায়িত্বরত পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত হতাশাজনক। কর্তব্যরত পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করা হলে তারা বারবার দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন। তাদের অজুহাত ছিল, ‘তাদের দায়িত্ব চার তলায়’ অথবা ‘পাঁচ তলায়’, এভাবে নানা অজুহাতে তারা নিজেদের দায় অস্বীকার করেন। পুলিশের এমন নিষ্ক্রিয় ভূমিকা দালালদের দৌরাত্ম্য বাড়াতে আরও সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে।

তবে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ওই মহিলা দালালকে আটক করে সতর্ক করা হয়। তিনি ভবিষ্যতে এ ধরনের দালালি কর্মকাণ্ডে আর জড়িত হবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।