বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত,

IMG-20251213-WA0018


মোঃ জানে আলম রনি,ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সিএনজি চালকদের ওপর প্রশাসনের হয়রানির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এই মাহফিল থেকে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। মহান আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আবারও গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে কথা বলার শক্তি দান করেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে প্রশাসনের বিরুদ্ধে সিএনজি চালকদের হয়রানির অভিযোগ তোলেন।

তিনি বলেন, “বিগত সময়ে শ্রমজীবী মানুষ বিশেষ করে সিএনজি চালকরা প্রশাসনের নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। একটি সিএনজি ছাড়াতে মোটা অঙ্কের জরিমানা দিতে হতো। অতীত সরকারের কিছু লোকের দেওয়া অনিয়মিত সুবিধার কারণে শ্রমিকরা সমস্যায় পড়েছে। বর্তমান প্রশাসনের অভিযানে শ্রমিকরা আরও চাপে পড়েছেন।”
উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৮নং নাটাই উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র নেতা মহসিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পশ্চিম এলাকার সিএনজি সংগঠনের নোয়াব মোল্লা (কার্যকর সভাপতি), ইউসুফ মিয়া (সিনিয়র সভাপতি), সাব্বির আহমেদ (সহ-সভাপতি) সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।